বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে একটি জাতীয় প্রক্রিয়া হিসেবে অভিহিত করে জাতিসংঘের সহকারী মুখপাত্র এডওয়ার্ডো দেল বুনে বলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে সবাইকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সবাইকে মতামত ব্যক্ত করার আহ্বান জানাই।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয়। এর পর পরই সারাদেশে সংষর্ঘ ছড়িয়ে পড়ে। এতে এ পর্যন্ত মোট অর্ধশতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। – See more at:
Leave a Reply