বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৪

লন্ডনে ইসলামী বই মেলা ২০১৩ শুরু

লন্ডনে ইসলামী বই মেলা ২০১৩ শুরু

সুমন আহমেদ: ইসলামী সাহিত্য সংস্কৃতি ও দর্শনকে তুলে ধরতে লন্ডনে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ইসলামী বুক ফেয়ার ২০১৩। আল কুরআন একাডেমি লন্ডন এর উদ্যেগে লন্ডন মুসলিম সেন্টারে দ্বিতীয়বারের মতো এই বই মেলার আয়োজন করা হয়। শনিবার থেকে শুরু হওয়া এই বই মেলা চলবে সোমবার পর্যন্ত। এবারের মেলায় বিট্রেন ছাড়া বাংলাদেশ থেকে আগতসহ মোট ২২টি বুক স্টল ও প্রকাশনা সংস্থা এতে অংশগ্রহণ করছে। মেলায় নারী পুষের পাশাপাশি বাচ্চাদেরও আগমন লক্ষ্যে করা যায়।

সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান ও গবেষণায় মুসলমিদের আগ্রহ থাকলেও প্রচার ও প্রসারের কারণে অনেককেই জানেন না মুসলিমদের সমৃদ্ধ জ্ঞান চর্চার কথা। তাই বিভিন্ন ভাষাভাষি মুসলিম মনীষিদের বই বৃটেনে মুসলিম-অমুসলিমদের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় এই বই মেলার। মেলার শুরুতে বিষয়ভিত্তিক কালার কোডসহ আল কোরআনের মোড়ক উন্মোচন করা হয়।

মেলার অন্যতম আয়োজক লন্ডন আল কোরআনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ড্ঃ হাফিজ মনির উদ্দিন আহমদ বলেন, আমাদের এই মেলার প্রধান মূখ্য উদ্দেশ্যে হচ্ছে, আমরা সবাইকে বলতে চাই, আপনি একটি ভালো বই পড়ুন। অনেক বড় বড় বই এর মাঝে প্রয়োজনীয় একটি ভালো বই বেচে নেয়া হচ্ছে একজন মানুষের কাজ। যার সুযোগ করে দিল এই বুক ফেয়ার ২০১৩।

শুধুমাত্র ইংরেজি ভাষার মুসলিমদের নয় পাশাপাশি অমুসলিমদেরও মুসলিম ধর্ম সম্পর্কে জানতে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মত প্রকাশ করেন মেলায় আগত অনেক ইসলামিক স্করার্সরা।

২০১২ সালে লন্ডনে এই বই মেলা শুরু হলেও মেলায় আগত মানুষের চাহিদা ও ব্যাপক উপিস্থিতির কথা বিবেচনা করে এবার বামিংহামেও অনুষ্টিত হবে এই ইসলামিক বই মেলা। আগামী ১৫ ও ১৬ই ডিসেম্বর বামিংহামের বিয়া লাউঞ্জ অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপি এই বই মেলা। লন্ডনের মতো বামিংহামেও প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা। এবং সকল বয়সী নারী-পুরুষের বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে বলে জানান আয়োজকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024