শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ট্রেন এবং রেল ক্রসিংয়ে উঠে পড়া বিপজ্জনক তরলীকৃত গ্যাস-ক্যানিস্টার বোঝাই একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২ জন প্রাণ হারিয়েছেন। নিহত ২ জনই ট্রেনের একটি বগির যাত্রী ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ট্রাকটির চালক বা সহযোগীর ভাগ্যে কি ঘটেছে, তা প্রাথকিভাবে জানা যায়নি। সংঘর্ষের পর ট্রেনটির কয়েকটি অংশে আগুন ধরে যায়। দক্ষিণ জাকার্তার বিনতারো পেরমাই রেল-ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সময় সকাল ১১টা ২১ মিনিটে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে এখনও গাঢ় ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যাচ্ছে।