বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৪৪

এমপি শফিক চৌধুরীকে হত্যার হুমকি

এমপি শফিক চৌধুরীকে হত্যার হুমকি

 

জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গতকাল এমপি’র একান্ত সচিব কবিরুল ইসলাম সিলেট শাহপরাণ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১৫৯।

শফিকুর রহমান চৌধুরী জানান, গত সোমবার রাত ১টা ৪৭ মিনিটে অপরিচিত (০১৭৬৮-৩৩২২২৬) এই নাম্বার থেকে তাঁর ব্যবহৃত মুঠো অজ্ঞাত ব্যক্তি ফোন করে। ফোনে দিয়ে তাকে চলমান আন্দোলন ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলায় গালমন্দ করে। কথা বলার এক পর্যায়ে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে আমাকে হত্যার হুমকি দেয় দৃর্বৃত্ত।

তিনি আরো বলেন, রাত ২টা ৮মিনিটে ওই নাম্বার থেকে আবারো মিসকল দিয়ে ফোন বন্ধ করে দেয়। এঘটনায় থানায় জিডি করা হয়েছে। এদিকে, এখবর তাঁর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীর মধ্যে চাপা-ক্ষোভ বিরা করছে বলে জানাযায়। হুমকিদাতাকে খোজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

শাহপরাণ থানার পরিদর্শক লিয়াকত আলী জিডি’র সত্যতা স্বীকার করে বলেন, ফোনে হত্যার হুমকিদাতাকে সনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025