শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৪

ছুটির দিনেও খোলা থাকবে সকল আর্থিক প্রতিষ্ঠান

ছুটির দিনেও খোলা থাকবে সকল আর্থিক প্রতিষ্ঠান

 

চলমান আন্দোলনে আর্থিক ক্ষতির সম্মুখিন সকল ব্যবসা প্রতিষ্ঠান। আর এই ক্ষতির সামান্য হলেও পুষিয়ে নিতে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সেবা প্রতিষ্ঠানসমূহ খোলার রাখার জন্য সরকারের প্রতি দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার এফবিসিসিআই কতৃর্ক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক মাস যাবৎ উপুর্যপুরি হরতালের পরিপ্রেক্ষিতে দেশের ব্যবসা-বাণিজ্য এক চরম বিপর্য়ের সম্মুখীন হয়েছে এবং ক্রমাগতভাবে অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। ধারাবাহিকভাবে বিগত কয়েকটি মাস যাবৎ রাজনৈতিক সহিংসতা ও ঘন ঘন হরতাল কর্মসূচি, রাজনৈতিক অস্থিরতার কারণে বিপর্যস্ত অর্থনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতির গুরুতর অবনতির কারণে দেশের ব্যবসায়ী সমাজের পক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ক্রমাগতভাবে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে আসছে।

এ ধরনের কর্মসূচির কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং রফতানি বাজার পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে দেশে দেশী ও বিদেশী বিনিয়োগ আসবে না এবং কর্মসংস্থান বিঘ্নিত হবে যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতি এক চাপের মুখে পড়বে। এমতাবস্থায় দেশের আমদানি-রফতানি ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখার জন্য এবং বিগত হরতালের ফলে বিপর্যস্ত ব্যবসা-বাণিজ্যের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমস্ সহ সংশ্লিষ্ট সব সেবা প্রতিষ্ঠানসমূহ খোলার রাখার প্রয়োজন বলে দেশের ব্যবসায়ী সমাজ মনে করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024