উত্তর কোরিয়ার সম্ভাব্য বেপরোয়া উসকানি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হায়ে। নিজ ফুপাকে উত্তর কোরীয় নেতা কিম জং-উন ফাঁসি দেওয়ার পরই তিনি এ হুঁশিয়ারি দিলেন। উত্তর কোরিয়ার সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ওপর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পার্ক জিউন-হায়ে।
প্রভাবশালী নেতা চেং সং-তায়েককে ফাঁসি দেওয়ার ঘটনাটি ওই অঞ্চলে ‘ভয়াবহ ও অপ্রত্যাশিত পরিস্থিতির’ জন্ম দিয়েছে বলে দাবি করেছেন পার্ক জিউন। গত সপ্তাহে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র আর দুর্নীতির অভিযোগে চেং সং-তায়েককে ফাঁসি ঝুলায় উত্তর কোরীয় কর্তৃপক্ষ।