ইউরোপীয় ইউনয়িন মানবাধিকার লঙ্ঘনের অজুহাত তুলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন করে নিষধোজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে। আগামী সপ্তাহে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। ইরানের নয়জন ব্যক্তিত্বের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে নিষেধাজ্ঞার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
জাতিসংঘের বিশেষ সমন্বয়ক আহমদ শাহিদ গত মাসের শেষ দিকে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করার পর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানালো। প্রতিবেদনে আহমদ শাহীদ অভিযোগ করেছেন যে, ইরানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তবে, ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত একে অসত্য ও পক্ষপাতপূর্ণ প্রতিবেদন এবং তেহরানের বিরুদ্ধে পশ্চিমা অভিযোগের পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া, ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচারবিভাগীয় মানবাধিকার কমিটিও।
Leave a Reply