শীর্ষবিন্দু নিউজ: বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের লক্ষ্যে সমমনা কয়েকটি দল এক হয়ে বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সের (বিডিএ) নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠন করেছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেয়া হয়। গণফ্রন্টের চেয়ারম্যান জাকির হোসেন এই জোটের ঘোষণা দেন।
সম্মেলনে জোটের পক্ষ থেকে লিখিত চার দফা দাবি উপস্থাপন করা হয়। সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, কৃষিবিদ ওয়ারেসুল হাসান সিদ্দিকী, গণ অধিকার পার্টির প্রেসিডেন্ট হোসেন মোল্লা, গণ ফ্রন্টের মহাসচিব অ্যাডভোকেট আহম্মেদ আলী শেখ, বিএলডিপির মহাসচিব এম এ মোনায়েম প্রমুখ।
এ সময় চেয়ারম্যান বলেন, এক দল আরেক দলের ওপর দোষারোপ করছে আর ক্ষমতা নিয়ে টানাপোড়েনের লড়াই শুরু করেছে। দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হলে তাদের কোনো কিছু এসে-যাচ্ছে না। তারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। এ ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাকির হোসেন বলেন, এবারের নির্বাচন শুধু ভোটারবিহীন নির্বাচন নয় প্রার্থীবিহীন নির্বাচন। তাই বর্তমান প্রহসনের নির্বাচন আমরা বয়কট করছি।