সুমন আহমেদ: ২০০৯ সালের পর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনে বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অফিস অব ন্যাশনাল স্ট্যাটেসটিক এর এক জরিপে এ তথ্য ওঠে এসেছে।
জরিপে জানানো হয়, ২০০৯ সালের পর থেকে ব্রিটেনে ৭.৪ শতাংশ বেকারত্বের হার নেমে এসেছে। যা অর্থনৈতিক মন্দার পর সর্বনিম্ন পর্যায়। গত তিন মাসে প্রায় ৯৯ হাজার বেকার কর্মী সংখ্যা কমে এখন ব্রিটেনে প্রায় বেকারের সংখ্যা ২.৩ মলিয়নে নেমে এসেছে।
এই রিপোর্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুণ বলেছেন, তার সরকারের নেয়া প্ররিকল্পনা কাজ করছে। তবে বিরোধী দলীয় নেতা এ্যাড মিলিভ্যান্ড বলেছেন, বেকারত্বের হার কমলেও যারা কাজ পেয়েছেন তারা অধিকাংশ পার্ট টাইম কাজ পেয়েছেন। ফূল টাইম কাজ পাওয়া লোকের সংখ্যা খুব কম বলে জানান তিনি।