জনপ্রিয় ব্রিটিশ কমেডিয়ান এরিক সিকেস ৮৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ৬০ বছর ধরে ব্রিটেনের এই কমেডিয়ান দাপটের সঙ্গে অভিনয় করেন। তিনি জনপ্রিয় শিশুতোষ চলচ্চিত্র হ্যারি পটারের ভক্তদের একটি অতিপরিচিত মুখ। এরিকের ম্যানেজার নর্মা ফেয়ার্নস এক বিবৃতিতে বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কিছুদিন অসুস্থ থাকার পর বুধবার সকালে তিনি মারা যান। পরিবারের সদস্যরা এ সময় তার পাশে ছিলেন। তার স্মরণীয় কাজগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা টিভি শো সিকেস অ্যান্ড এ উল্লেখযোগ্য। তিনি এটা রচনা ও এতে অভিনয় করেন। তিনি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার (২০০৫)’, ‘দ্য আদার্স (২০০১)’ এবং ‘দোস ম্যাগনিফিসেন্ট মেন ইন দেয়ার ফ্লাইং মেশিনস (১৯৬৫)’ তে অতিথি চরিত্রে অভিনয় করেন।
Leave a Reply