মাহফুজ আহমেদের পরিচালনায় একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করতে যাচ্ছেন মডেল-অভিনেতা নোবেল। কোরবানির ঈদ উপলক্ষে নাটকটি নির্মিত হবে। এখনো নাম ঠিক না হওয়া এ নাটকে তাঁকে একেবারে ভিন্নরূপে দেখা যাবে বলে জানিয়েছেন নোবেল। তাঁর বিপরীতে সহশিল্পী হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
নোবেল বলেন, ‘আমি তো এমনিতেও খুব একটা নাটকে অভিনয় করি না। তবে এমন কিছু মানুষের কাছ থেকে অনুরোধ আসে, যেগুলো আর “না” করতে পারি না। সে ক্ষেত্রে অবশ্যই নাটকের গল্পটি ভালো হতে হয়। এবারের গল্পটি অসাধারণ মনে হয়েছে আমার কাছে। তাই রাজি হলাম।’
নাটকে তাঁর চরিত্রটি প্রসঙ্গে নোবেল বলেন, ‘আমাকে সাধারণত সবাই যে রকম দেখে থাকেন, এবারের নাটকে দেখবেন একেবারে তার উল্টো চরিত্রে। এখানে আমার স্ত্রীকে দেখা যাবে ঘরের বাইরের সব কাজকর্ম সামাল দিতে। আর আমাকে দেখা যাবে ঘরের সব ধরনের কাজকর্ম সামলানো এক পুরুষের ভূমিকায়। এককথায়, আমাদের দেশের গৃহিণীরা যেসব কাজ করেন, আমাকে তা-ই করতে হবে, যা আমার পুরোপুরি বিপরীত।’
নোবেল আরও বলেন, ‘এর আগে “লজিং মাস্টার” নামের একটি নাটকে আমাকে প্রায় এ ধরনেরই একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আসলে, আমি নিজে যা নই, সে ধরনের চরিত্রে অভিনয় করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়।’
Leave a Reply