রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরিণ রুটে চালানোর জন্য তাদের বহরে যোগ করতে যাচ্ছে ৪০ থেকে ৫০ আসনের দুটি ছোট উড়োজাহাজ। শিগগিরই এর টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে বলে বিমান সুত্রে জানা যায়।
বিমান সুত্রে আরো জানা যায়, সম্প্রতি অভ্যন্তরিণ রুটে যাত্রী চলাচল বেড়ে যাওয়ার কারণে বিমান উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর যাত্রী সেবার মান ধরে রাখার জন্য দুটি টারবো জাতীয় উড়োজাহাজ কেনার একটি প্রস্তাব বোর্ড অনুমোদনও করেছে।
উল্লেখ্য, উড়োজাহাজ সঙ্কটে বিমানের সাতটি অভ্যন্তরীণ রুটের মধ্যে পাঁচটিই বন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। বিভিন্ন রুটের আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ ফ্লাইট হিসাবে এতোদিন শুধু সিলেট ও চট্টগ্রামে ফ্লাইট চলিয়ে আসছে বিমান। আর অনেকটা সুযোগ কাজে লাগিয়ে বিমান ছাড়াও বেসরকারী সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ এবং নভো এয়ার অভ্যন্তরিণ রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছে নিয়মিত।
Leave a Reply