গ্যালারী থেকে: সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস-টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দুটি খেলার ধারাবিবরণী সম্প্রচার করেছে সিলেট বেতার। প্রচার হচ্ছে এফএম ১০৫ মেগাহার্জে। মাঠ থেকে পরবর্তী খেলাগুলোর ধারাবিবরণী সরাসরি বেতারে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ড. মির শাহ আলম। মাঠ থেকে সরাসরি খেলার ধারাবিবরণী দেন ঢাকা থেকে আগত ধারাভাষ্যকার সামসুল ইসলাম ও জামিলুর রহমান।
সাথে রয়েছেন সিলেটে কৃতি ধারাভাষ্যকার মাছুম আহমেদ ও ক্রীড়া সাংবাদিক সাদিকুর রহমান সাকী। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক আলম, আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মো. আব্দুল হক, সহকারি আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস ও প্রদীপ চন্দ্র দাস। বেতারে খেলার ধারাবিবরণী সম্প্রচারের ফলে যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি তারা ঘরে বসে সিলেট বেতারের মাধ্যমে এই টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।