সাবেক অ্যানড্রয়েড প্রধান এন্ডি রুবিনের পদত্যাগের পরই নতুন প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেয় গুগল। এরই ধারবাহিকতায় গুগলের অ্যানড্রয়েড শাখার প্রধানের দায়িত্ব নিচ্ছেন সুন্দর পিছাই।
সুন্দর পিছাই এর আগে গুগলের ক্রোম ওয়েব ব্রাউজার ও অ্যাপ্লিকেশন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রযুক্তি সাইটগুলোর খবরে বলা হয়, গুগলের মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবার মানোন্নয়নের পেছনে তার অনেক ভূমিকা আছে।
গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ জানান, কাউকে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে অ্যানড্রয়েডের নতুন অধ্যায় শুরুর সুযোগ দিতেই এন্ডি পদত্যাগ করেছেন। অনড্রয়েডের উন্নয়নে এন্ডির অবদানের কথাও জানান ল্যারি। ২০০৮ সালে ‘অ্যানড্রয়েডে’ অবমুক্তের মধ্য দিয়ে মোবাইল অপারেটিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নাম লিখে গুগল। যা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম এটি ।
Leave a Reply