শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ রিসার্চ গ্রুপ সেন্টার ফর ইকোনোমিক্স এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এই মর্মে পূর্বাভাস দিয়েছেন যে, আগামী ২০৩০ সাল নাগাদ ব্রিটেন ইওরোপের সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে ফ্রান্স ও জার্মানীকে ছাড়িয়ে যাবে। ২০১৮ সাল নাগাদ দেশটির উৎপাদন ও ফ্রান্সের উৎপাদনকে ছাড়িয়ে যাবে। আর এটা ঘটবে ২০৩০ সাল নাগাদ জার্মানীর স্থান দখলের আগেই।
থিংক ট্যাংকের প্রধান নির্বাহী ডগলাস ম্যাক উইলিয়ামসের দাবী, ইউরো পীয় ইউনিয়ন ছাড়লেও ব্রিটেনের অর্থনীতির এই দ্রুততর বৃদ্ধি ব্যাহত হবে না। আমার ধারণা, ইইউ ত্যাগের প্রভাব স্বল্প সময়ের জন্য নিশ্চিত ভাবেই নেতিবাচক হবে।
পূর্বাভাসের প্রতিবেদনে আরো বলা হয়, ২০৩০ সাল নাগাদ পশ্চিম ইওরোপের সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে ব্রিটেনের কাছে হেরে যাওয়ার কারণ হচ্ছে ব্রিটেনের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং অন্যান্য ইওরোপীয় দেশগুলোর উপর কম নির্ভরশীলতা। এতে আরো বলা হয়, যদি ইউরো ভেঙ্গে যেতো, তবে জার্মানীর দৃষ্টিভঙ্গী আরো ভালো হতো। ব্রিটেনের পক্ষে ডয়েশ মার্কভিত্তিক জার্মানীকে দীর্ঘকাল অতিক্রম করা নিশ্চিতভাবেই সম্ভব হতো না।