সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে এর অমর্যাদা ও পবিত্রতা নষ্টের অভিযোগ ওঠেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে। এ নিয়ে সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
বৃহস্পতিবার শহীদ মিনার পরিদর্শনে গিয়ে প্রথম বেদীর উপর জুতা পায়ে উঠেন আওয়ামীলীগের সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এরপরের একটি ছবিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের একটি পা (বাম পা) জুতাসহ শহীদ মিনারের বেদীতে দেখা যায়। এ নিয়েই এখন সমালোচনার ঝড় বইছে। উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষনিক ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে উঠেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া শহীদ মিনার পরিদর্শনে যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, মেয়র কামরান, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও আওয়ামীলীগ নেতারা।
Leave a Reply