নগরীর মেন্দিবাগে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ‘পুষ্টি’-এর গোডাউন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত অগ্নিকান্ডে ‘পুষ্টি’ কোম্পানীর প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সন্ধ্যায় প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে যান। রাত সাড়ে ৯টার দিকে ধোয়া উড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে গোডাউনের সয়াবিন তেল, আটা, ময়দা, সুজিসহ অনেক মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পুষ্টির ডিপো ইনচার্জ মুর্শেদ আলম বলেন, আগুনে পুড়ে গেছে প্রায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল।
Leave a Reply