হরতালে লাইন উপড়ে ফেলায় মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভোর ৫ টার দিকে কুলাউড়া রেল স্টেশনের অদুরে বরমচাল এলাকায় একদল দুর্বৃত্ত প্রায় ২৫ ফুট রেল লাইন উপড়ে ফেলায় সিলেটগামী যাত্রীবাহী উপবন এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এই ঘটনার পর থেকে সিলেটর সাথে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা গেছে দুর্বৃত্তরা ভোর রাতে দিকে ওই রেললাইন স্লিপার উপড়ে ফেলায় দুর্ঘটনায় কবলে পড়ে ট্রেনটি। তবে ট্রেন লাইন থেকে মাটি না পড়ায় কোনো ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’’ কুলাউড়া রেলওয়ে সুত্রে জানা গেছে উপড়ে ফেলা লাইন মেরামত করতে আখাউড়ার উদ্ধারকারীদল ঘটনাস্থলের উদ্দেশ্য তাৎক্ষনিক রওয়ানা দেয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রাফিক ইন্সপেক্টর (নিয়ন্ত্রণ) আতাউর রহমান জানান, লাইন মেরামত করে বগিগুলো উদ্ধার করার পর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply