শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৬

নতুন সরকারকে রাশিয়ার সমর্থন

নতুন সরকারকে রাশিয়ার সমর্থন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের পর বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করলো রাশিয়া। রোববার গঠন হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এছাড়া নতুন সরকারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে তারা। ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ইতার-তাস এ তথ্য জানায়।

বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে রাশিয়া জানায়, বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে রাশিয়া গঠনমূলক অংশীদারিত্বে তার সঙ্গে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি সরকার এবং বিরোধী দল স্থিতিশীলতা নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার জন্য সংবিধানের মধ্যে থেকে কাজ করে যাবে। পাশাপাশি দেশের প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনেও দুঃখ প্রকাশ করে রাশিয়া।

গত রোববার প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারও জয়ী হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধীদলীয় জোটকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। নির্বাচন পেছানোর কথাও বলেছিল পশ্চিমা দেশগুলো। এজন্য তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো থেকেও বিরত থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনের পক্ষে ছিল ভারত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024