সম্পর্কে ভাঙন ধরার পর একে অপরের থেকে বেশ ভালোভাবেই দূরত্ব বজায় রেখে চলছেন বলিউডি অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা জন আব্রাহাম। আর সে সুযোগটিই কাজে লাগিয়েছেন পর্নো অভিনেত্রী সানি লিওনি। ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমায় বিপাশার কাজ করার কথা থাকলেও সে স্থানটি দখল করে নিয়েছেন সানি।
শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জন। আর ওই সিনেমারই একটি আইটেম সংয়ে বিপাশার কাজ করার কথা থাকলেও, পরে সেখান থেকে সরে যান তিনি। আর সে সুযোগের কাজে লাগিয়ে নিজের স্থান করে নেন সানি। বর্তমানে একতা কাপুরের ‘রাগিনী এমএমএস ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি। কাজ শেষ হলেই আইটেম সংটির শুটিং শুরু হবে বলে জানা যায়। গানটিতে আরও থাকবেন জন আব্রাহাম এবং তুষার কাপুর। প্রথমবারের মতো সানিকে ভারতীয় সাজে দেখতে পাবেন দর্শকরা।
সূত্র: জি নিউজ ব্যুরো।
Leave a Reply