সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আবুধাবিতে নির্মিতব্য ওই সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী ফিতা কাটেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাইয়ান।
নব নির্মিত এই সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হবে বিশ্বের নবায়ণযোগ্য বিদ্যুতের ১০ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা আবুধাবির জন্য গুরচত্বপূর্ণ অর্জন হবে বলে মন্তব্য করেছে মাসদারের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল জাবের।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত অঞ্চলের নবায়ণযোগ্য শক্তির ৬৮ শতাংশ উৎপাদন করে সংযুক্ত আরব আমিরাত। ২০১০ সালের শেষের দিকে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল। দুই হাজার ঘরের জন্য পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি মার্কিন ডলার।
শামস-১ নামে ওই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের দায়িত্বে ছিল মাসদার নামে একটি প্রতিষ্ঠান। প্রকল্পটিতে মাসদারের সঙ্গে যৌথভাবে কাজ করেছে টোটাল ও আবেনগোয়া নামের অন্য দুটি প্রতিষ্ঠান।
Leave a Reply