শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসাবে নিয়োগ পেয়ে চিঠি দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং তাঁকে বিশেষ দূত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন ওই চিঠিতে।
গত ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথের পরপরই দপ্তর বণ্টন ও প্রধানমন্ত্রীর চার উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়। ওইদিনই নিয়োগ পান এরশাদ, তার পদ হয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।