শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩১

দেখতে বুড়ো মহিলাদের মতো

দেখতে বুড়ো মহিলাদের মতো

 

 

 

 

 

 

 

 

 

নির্মম নিয়তির শিকার এই মেয়েটি। নাম তার হেইলি অডিনস। ব্রিটেনের সাসেক্স শহরে বসবাসকারী এই মেয়েটি দেখতে বয়স্ক মহিলাদের মতো অথচ মেয়ের বয়স মাত্র ১৩ বছর। মেয়েটি মায়ের চেয়েও বুড়ো। দেখলে সবাই সেটাই বলবেন।

অবিশ্বাস্য এ ঘটনার অন্তরালের গল্পটি সত্যিই হৃদয়বিদারক। দুরারোগ্য ব্যাধি প্রোগেরিয়ায় আক্রান্ত হয়ে এমনটিই ঘটেছে কিশোরী হেইলি অডিনসের বেলায়। মাত্র ১৩ বছর বয়সেই তার শরীর বুড়ো দাদীমার শরীরের মতোই শ্রীহীন হয়ে পড়েছে। এ নিয়ে আত্মজীবনীমূলক একটি বইও লিখেছে হেইলি। ওল্ড বিফোর মাই টাইম নামক বইটির বাজার কাটতিও বেশ ভালোই।

এদিকে চিকিৎসকরা বলছেন, হেইরি জীবন প্রদীপ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তাদের মতে, সাধারণত চৌদ্দ বছরের আগেই এ ধরনের রোগীদের মৃত্যু ঘটে। এটি কিছুতেই মেনে নিতে পারছেন না তার মা কেরি। মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে ভর্তি করে দিয়েছেন। কিন্তু সেখানেও প্রতিনিয়ত তাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উল্লেখ্য, বিশ্বের প্রায় ৩২টি দেশে এ ধরনের ৮৯ জন রোগী রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024