বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১০

অসুস্থ হয়ে হাসপাতালে কেজরিওয়াল

অসুস্থ হয়ে হাসপাতালে কেজরিওয়াল

তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নীচে ৩৩ ঘন্টা অবস্থান ধর্মঘট (ধর্ণা) করে অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় রাজনীতির নতুন তারকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুরুতর ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বুধবার সকালে আম আদমি পার্টির এই নেতাকে দিল্লির গাজিয়াবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

একদিকে তীব্র শীত। অপর দিকে খোলা আকাশের নীচে। অবস্থান ৩৩ ঘন্টা। কর্মসূচি ধর্মঘট (ধর্ণা)। আর এটি করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় রাজনীতির নতুন তারকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আক্রান্ত হয়েছেন গুরুতর ফুসফুস সংক্রমণে। আজ সকালে আম আদমি পার্টির শীর্ষ এই নেতাকে দিল্লির গাজিয়াবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এনডিটিভির খবরে এই তথ্য জানিয়ে আরো বলা হয়, দিল্লির কেন্দ্রস্থলে ওই ধর্মঘটকে কেন্দ্র করে আম আদমি পার্টির প্রতিবাদকারীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে দিল্লি পুলিশ। এই প্রতিবাদেই নেতৃত্ব দিয়েছিলেন কেজরিওয়াল। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বা বদলি না করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সোমবার সকাল থেকে অবস্থান ধর্মঘট শুরু করেন কেজরিওয়াল। ওইদিন সারারাত প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে দিল্লির রাস্তায় অবস্থান করেন তিনি। রাতে কম্বলমুড়ি দিয়ে রাস্তায়ই ঘুমান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির গভর্নর নাজিব জঙ-এর অনুরোধে ধর্ণা প্রত্যাহার করেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রীর এই অবস্থান ধর্মঘটের কারণে ভারতের রাজধানীতে ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়। বন্ধ করে দেয়া হয় প্রধান চারটি মেট্রো রেল স্টেশন। এ কারণে রোববার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এরপর পুলিশের বিরুদ্ধে আম আদমির আনা অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়ে কেজরিওয়ালকে ধর্মঘটন প্রত্যাহারের অনুরোধ জানান দিল্লির গভর্নর জঙ্গ। তিনি দিল্লি সরকারে ভারতের কেন্দ্রিয় সরকারের প্রতিনিধি।

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির গভর্নর নাজিব জঙ্গ এর অনুরোধে ধর্ণা প্রত্যাহার করেন তিনি। অবস্থান ধর্মঘট চলাকালেই তাকে ভয়ানকভাবে কাশতে দেখা গেছে। হাসপাতালে তার সংক্রমণের ধরন পরীক্ষা করে দেখা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024