শীর্ষবিন্দু নিউজ: শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগে এক কোটি ভারতীয় রুপি পাওয়া গেছে। বুধবার শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা এই অর্থ আটক করলেও ব্যাগের মালিক নান্নু সরকারকে আটকে রাখতে পারেনি শুল্ক কর্মকর্তারা।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফয়সল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,সকালে দুবাই থেকে আসা এক যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণে সন্দেহ হয়। তার কাছে থাকা ব্যাগটি রশি দিয়ে বাঁধা ছিল। তখন ব্যাগ তল্লাশি করার কথা বলা হলে সে কাঁচি বা চাকু আনতে বলে। অধিদপ্তরের লোকজন চাকু আনতে গেলে সে পালিয়ে যায়।
পরে সন্ধ্যায় ব্যাগটি খুলে ৫০০ এবং ১ হাজার নোটের এক কোটি রুপি পাওয়া যায়। রুপিগুলো বিশেষ ব্যবস্থায় বিস্কুটের বাক্সে রাখা ছিল বলে জানান ফয়সল। তিনি বলেন, উধাও হয়ে যাওয়া যাত্রীর ব্যাগে পাসপোর্টের কপি দেখে তার নাম নান্নু সরদার বলে জানা গেছে। তার বাড়ি শরীয়তপুরে।