পদ্মা সেতু নির্মাণের জন্য নতুন প্রস্তাব এসেছে। চায়না ডেভলপমেন্ট ব্যাংক এর অর্থয়ানে ৯৫ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন চীনের একটি কনসোর্টিয়াম। তারা আগের নকশাতেই তিন বছরে পদ্মা সেতু নির্মাণ করে দেবে বলে প্রস্তাবে উল্লেখ করেছে। তাদের কোনো সুদ ছাড়াই হবে এই অর্থায়ন। সেতু থেকে তারা টোলও তুলবে না।
২০ বছর পরে আসল টাকা ফেরত দিলেই চলবে। তবে শর্তগুলো হলো প্রকল্প বাস্তবায়ন হবে চীনের তত্ত্বাবধানে। সরঞ্জাম কিনতে হবে চীন থেকে। ঠিকাদারও নির্বাচন করবে চীন। বিশ্ব ব্যাংকের অর্থায়ন ফিরিয়ে দেয়ার পর চীনের স্পেয়ার এনার্জি ক্রিয়েশনস বেইজিং লিমিটেডের নিবার্হী পরিচালক স্টিফেন চুং গত ২৫শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেন বলে জানা গেছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চীনের এই প্রস্তাব মালয়শিয়ার চেয়ে ভাল। আমরা বিষয়টি নিয়ে ভাবছি।
Leave a Reply