সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৌদী আরবের সবচেয়ে জনপ্রিয় মহিলার স্থান দখল করেছেন প্রিন্সেস আমিরা আল-তাওয়ীল। বর্তমানে তার ভক্তের সংখ্যা ৬ লাখ ৬২ হাজারেরও বেশী। দ্বিতীয় স্থানে আছেন সৌদী শিল্পী রিম আবদুল্লাহ, তার ভক্তের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৭৮ জন। তৃতীয় স্থানে টিভি উপস্থাপিকা লুজাইন ওমরান। তার ভক্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ২৬৪ জন। ৪র্থ স্থানে প্রিন্সেস নৌরা ইউনিভার্সিটির রেটোরিক সায়েন্সের প্রশিক্ষক রোকায়া আল-মোহারেব যার ভক্ত সংখ্যা ১৯৪৪৩৭ জন। ৫ম স্থানে ঝৌর’ অর্থাৎ ‘পুষ্প’ ছদ্মনামে একাউন্টের মালিক ভক্ত সংখ্যা ১৮৮৭০ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছেন ১৮৫৫৯২ জন ভক্ত নিয়ে লেখিকা বাদরিয়া আল-বিশর।
এছাড়া প্রিন্সেস আমিরা টুইটারে সবচেয়ে প্রভাবশালী মহিলাদের মধ্যে ১৯ নম্বর স্থানে রয়েছেন। সৌদী আরবে ৩০ লাখেরও বেশী সক্রিয় টুইটার ব্যবহারকারী রয়েছেন, যারা প্রতি মাসে ৫ কোটি বার টুইট করেন। ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে সৌদী টুইটার ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৩ হাজার ভাগ বৃদ্ধি পায়, যা বৈশ্বিক গড় বৃদ্ধির চেয়েও বেশী।
সুত্র: দ্য সোশ্যাল ক্লিনিক।
Leave a Reply