অনলাইন ডেস্ক |
ইউকেমেডিক্স ডটকম পরিচালিত এ গবেষণায় উঠে এসেছে, নারীর মানসিক অবস্থাই আসলে এমন ওজন বাড়ার সঙ্গে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে, নতুন সম্পর্কে জড়ানোর প্রথম বছরে নারীদের গড়ে ৩ দশমিক ২ কিলোগ্রাম ওজন বাড়তে পারে।
গবেষণার ফল সম্পর্কে ইউকেমেডিক্স ডটকমের নারী কর্মকর্তা সারাহ বেইলি বলেন, মনে হচ্ছে আমাদের ওজনের ওপর আমাদের মানসিক অবস্থার বিপুল প্রভাব আছে। একটি সুখী সম্পর্কে জড়িয়ে পুরুষদের ওজন কমে কিন্তু নারীদের ওজন বেড়ে যায়। সারাহ আরও বলেন, জীবনের প্রেমপর্বে সুখী থাকাটা অনেক ক্ষেত্রেই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সম্ভবত এটা ওজন বাড়ার একটা ব্যাখ্যা হতে পারে।