শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:৫০

বিয়ের পথে হাঁটছেন তানিশা আরমান জুটি

বিয়ের পথে হাঁটছেন তানিশা আরমান জুটি

বিগ বস ৭ অনুষ্ঠানে তানিশা-আরমানবলিউডের প্রখ্যাত অভিনেত্রী তনুজার মেয়ে তানিশা মুখার্জির সঙ্গে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা আরমান কোহলির প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই।

গত বছর বিগ বস ৭ অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে। দিনকে দিন তা বেড়েই চলেছে। ইদানীং দেশ-বিদেশে ঘন ঘন অভিসারে মেতে দারুণ সময় পার করছেন তাঁরা। সম্প্রতি এ জুটির কাছের একটি সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, শিগগির বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করছেন এ তারকা যুগল।

সালমান খানের সঞ্চালনায় বিগ বস ৭ অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের ১৫ সেপ্টেম্বর। শেষ হয়েছে ২৮ ডিসেম্বর। জনপ্রিয় এ টিভি রিয়েলিটি শো থেকে তানিশার প্রাপ্তিটা বেশ ভালোই বলতে হয়। প্রথম রানারআপ হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি নতুন মনের মানুষের সন্ধানও পেয়ে গেছেন নিল এন নিকি খ্যাত ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

বিগ বস ৭ অনুষ্ঠান চলাকালেই তানিশা ও আরমানের ঘনিষ্ঠতা সবার নজরে পড়ে। তাঁদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডে। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরও এ জুটির সখ্য কমেনি; বরং তার উল্টো চিত্রই দেখা গেছে। নতুন বছরকে বরণ করে নিতে গোয়ায় অবকাশযাপনে গিয়েছিলেন তানিশা-আরমান। শুধু তা-ই নয়, দেশের সীমানা পেরিয়ে দুবাইয়েও অভিসারে মেতে নিজেদের প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন এ তারকা জুটি।

তানিশা ও আরমান বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে প্রেমের বিষয়টি অস্বীকার করলেও প্রকাশ্যে মেলামেশা করতে কোনো রকম লুকোচুরির আশ্রয় নিচ্ছেন না। এমনকি বেশ সহজ-স্বাভাবিকভাবেই আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দিচ্ছেন তাঁরা।

এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তানিশা-আরমান। বিষয়টি নিয়ে লুকোচুরি না খেলে প্রকাশ্যে মেলামেশা করতে এতটুকুও কুণ্ঠিত নন তাঁরা। কারণ নিজেদের সুন্দর সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন এ জুটি। সবকিছু পরিকল্পনামতো এগোলে শিগগির বিয়ে করে সংসার জীবন শুরু করবেন তানিশা ও আরমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024