বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৫

বাণিজ্য মেলায় ৮৮ কোটি টাকার রফতানি আদেশ

বাণিজ্য মেলায় ৮৮ কোটি টাকার রফতানি আদেশ

শীর্ষবিন্দু নিউজ: ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা ৮৮ কোটি ৪৪ লাখ টাকার রফতানির আদেশ পেয়েছেন। সোমবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ।

সুভাশীষ বসু। জানান, এবারের বাণিজ্য মেলা সম্পূর্ণ সার্থক। মেলায় আগত দর্শনার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে কেনাকাটা করেছেন। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের ব্যবসা সম্প্রসারণের কাজও করবেন। তিনি বলেন, মেলায় অভ্যন্তরীণ বিন্যাস এবং সাজসজ্জায় দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024