মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল তাদের হোমপেজে বাংলাদেশের লাল সবুজের পতাকা ফুটিয়ে তুলেছে গুগল ডুডলের মাধ্যমে । আজ সকাল থেকে তাদের হোমপেজে ডুডলে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের বিজয়ের এ গৌরবোজ্জ্বল প্রতীক। তারা ডুডলে ফুটিয়ে তুলেছে সবুজের পটভূমিতে বাবা মায়ের সঙ্গে একটি শিশু ও বাংলাদেশের জাতীয় পতাকা।
লক্ষনীয় বিয়ষ গুগল বিশেষ বিশেষ দিন বা কোন বিশেষ ঘটনা বা কোন বিশেষ ব্যাক্তিকে নিয়ে হোমপেজে বিশেষ ‘লোগো’ ফুটিয়ে তোলে তাদের হোম পেজে। গুগলের এ বিশেষ লোগোকে বলা হয় গুগল ডুডল। ১৯৯৮ সাল থেকেই গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শনের প্রথা চালু হয়েছে। তবে ১৫ বছরের ইতিহাসে এবারই প্রথম গুগল বাংলাদেশকে নিয়ে কোনো ডুডল তৈরি করল। অবশ্য বিশেষ এ ডুডলটি শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে।
শীর্ষবিন্দু পরিবারের পক্ষ থেকে গুগলকে অসংখ্য ধন্যবাদ।
Leave a Reply