দীর্ঘদিন পর কোন ছবিতে কাজ করতে যাচ্ছেন দিয়া মির্জা তাও একটি আইটেম গানের মাধ্যমে । আইটেম গানের বাইরে এই ছবির একটি বিশেষ চরিত্রেও কাজ করবেন তিনি সেটি পরিচালনা করছেন প্রভুদেবা। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সালমান খান ও সোনাক্ষী সিনহার। জানা গেছে ব্যাপক খোলামেলা হয়ে দিয়া এই ছবির আইটেম গানটিতে পারফর্ম করবেন। এতটা খোলামেলাভাবে এর আগে কখনও দেখা যায়নি তাকে। আর দিয়া এরকমভাবে নিজেকে উপস্থাপনেও পুরোপুরি প্রস্তুত।
এর আগে বলিউডে একটি আইটেম গানে কাজ করেছিলেন এ নায়িকা। সেটিতে তার সঙ্গে পারফর্ম করেছিলেন ইমরান হাশমি। কিন্তু তার পর থেকেই তেমন একটা কাজ করতে দেখা যায়নি দিয়াকে। ভিন্নধর্মী আয়োজনের এই আইটেম গানটির চিত্রায়ণ হবে নিউজিল্যান্ডের একটি ডিস্কো এবং বিচে। দিয়ার এই আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন গণেশ আচারিয়া।
এ বিষয়ে জানতে চাওয়া হলে দিয়া মির্জা জানান, আসলে ভিন্নধর্মী একটি কাজ বলেই এটি করছি। আর আইটেম গানের প্রতি আমার একটা ঝোঁক আছে। প্রভুদেবা যখন এই গানটির আয়োজন সম্পর্কে বললেন আমার অনেক ভাল লাগলো। যার কারণে তৎক্ষণাৎ রাজি হয়ে যাই গানটিতে পারফর্ম করতে। আর দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক কাজে মনোযোগী হওয়ায় একটু একঘেয়েমিও লাগছে। গানটির শুটিংয়ের মধ্যে দিয়ে এই একঘেয়েমিপনা কেটে যাবে বলেই আশা করছি।
Leave a Reply