শীর্ষবিন্দু নিউজ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশ সরকার আশাবাদী। তবে জিএসপি সুবিধা বাংলাদেশের জন্য কিছুই না। জিএসপি কাভার্ডের জন্য আমাদের ৬০০ মিলিয়ন এক্সপোর্ট আছে। আমরা এক্সপোর্ট করি পাঁচ হাজারের মতো। বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদে কাছে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ফিরে পেতে বেঁধে দেওয়া সব শর্ত দ্রুত গতিতে পূরণের চেষ্টা চালানো হচ্ছে। তবে, সবকিছুতেই রাজনৈতিক বিবেচনা থাকে। রাজনৈতিক বিবেচনায় শেষ পর্যন্ত কি হবে, জানি না, তবে জিএসপি ফিরে পেতে সরকার পুরোপুরি আশাবাদী। উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী হয়েছে, এটা পজিটিভ। এত দিন বিএনপি নো নো করেছে, এখন নির্বাচনকে ইয়েস বলেছে।
আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল হালিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন উপস্থিত ছিলেন।