শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০

সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা অসাংবিধানিক

সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা অসাংবিধানিক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সমকামী বিয়ের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, নরফোকের ফেডারেল আদালতের এক বিচারক তাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অনেকে মনে করছেন মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাবে।

বিচারক অ্যারেন্ডা রাইট অ্যালেন তার দেয়া রায়ে বলেন, সমলিঙ্গের বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে সমকামীদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। একই সঙ্গে এ নিষেধাজ্ঞার ফলে সমকামীদের বিয়ের যে মৌলিক স্বাধীনতা ও অধিকার রয়েছে সেটাও লঙ্ঘিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এদিকে যুক্তরাষ্ট্রের সমকামী বিয়ে যেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এ রায়ের ফলে তাতে হালে পানি পাবে। এ সপ্তাহের শুরুর দিকে কেনটাকি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতের বিচারক তার দেয়া রায়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে যেভাবে সমকামী বিয়েকে স্বীকৃতি দেয়া হচ্ছে, কেনটাকিরও উচিত সেই একই ধারা অনুসরণ করা। যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে সমকামী বিয়ে এরই মধ্যে বৈধতা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সেই ধারা অনুসরণ করছে বিশ্বের আরও কয়েকটি রাষ্ট্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025