বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:১৫

জাপানে তুষারপাতে নিহত ১২ জন

জাপানে তুষারপাতে নিহত ১২ জন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাপানের টোকিওসহ পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে এ সপ্তাহান্তে প্রচণ্ড তুষারপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার বাড়ি। বিঘ্নিত হচ্ছে বিমান ও যান চলাচল। টোকিও’র পশ্চিমে কাওয়াসাকিতে বরফের কারণে ব্রেক ফেল করে ঘটা এক ট্রেন দুর্ঘটনায় ১৯ জন যাত্রী আহত হয়েছে।

জাপানের রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত বিদ্যুৎ কোম্পানি টোকিও ইলেকক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বলেছে, ২ লাখ ৪৬ হাজার বাড়ি শনিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার দুপুর পর্যন্ত প্রায় ১৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।
ব্যস্ত কয়েকটি সড়কে যান চলাচলও বিঘ্নিত হয়েছে। প্রচণ্ড তুষারপাতের কারণে ব্যাপক এলাকাজুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাটও। ৪৫ বছরের মধ্যে জাপানে গত সপ্তাহেই তুষারপাত হয়েছে সবচেয়ে বেশি। টোকিওয় জমে গেছে ২৭ সেন্টিমিটার বরফের স্তর (১০ দশমিক ৬ ইঞ্চি)। প্রচণ্ড তুষারের কারণে শনিবার বাতিল হয়েছে ৩৩৮ টি অভ্যন্তরীণ এবং ১২ টি আন্তর্জাতিক ফ্লাইট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025