বৃটেনে কোন ব্যক্তি তার সম্পত্তি উইল না করে মৃত্যুবরণ করলে সেই সম্পত্তি ডিউক অব কর্নওয়াল প্রিন্স চার্লসের কোষাগারে জমা হয়। এভাবে তার কোষাগারে জমা হয়েছে ১০ লাখ পাউন্ডেরও বেশি অর্থ। ২০০৬ সাল থেকে বিনা উইলে কোন ব্যক্তি মারা গেলে, সে অর্থ চলে যায় চার্লসের কোষাগারে। অবশ্য, কোষাগারের সে টাকা ব্যয় হয় জনস্বার্থেই। জনসেবা খাতে বা দাতব্য সেবায় ব্যয় হচ্ছে ওই অর্থ। শুধু এ বছরেই
প্রিন্স চার্লসের কোষাগারে জমা পড়েছে ৫ লাখ ৫২ হাজার পাউন্ড। বৃটেনে এ আইন চলে আসছে মধ্যযুগ থেকেই। কর্নওয়ালে যদি কোন ব্যক্তি উইল না করেই মৃত্যুবরণ করেন, সে সম্পত্তি পাবেন সেখানকার ডিউক। বৃটেনের বেশির ভাগ স্থানেই উইল না করে কোন ব্যক্তি মারা গেলে, সে অর্থ সরকারি কোষাগারে জমা হয়। তবে এক্ষেত্রে শুধু কর্নওয়াল এর ব্যতিক্রম।
Leave a Reply