শীর্ষবিন্দু নিউজ: আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গণমাধ্যমকে এ তথ্য জানান। দশম জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর সিলেটে এটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর।
জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা একটি বিশেষ বিমান যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসবেন। সফরকালে তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া, স্থানীয় কিছু কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।