রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৮

ব্যাংককে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ৪ জন

ব্যাংককে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ৪ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশসহ চারজন নিহত হয়েছে। গতরাতে এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, মঙ্গলবার বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ অভিযান শুরু করলে সৃষ্ট এ সহিংসতায় অন্তত অর্ধশত আহত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য অভিযানে অংশ নেয়।

বিডিনিউজ জানায়, অভিযান চলাকালে স্নাপাইররা পুলিশের ওপর গুলি চালিয়েছে এবং এম-৭৯ গ্রেনেডও ছোড়া হয়েছে। রাজধানীর পুরাতন এলাকায় ফানপা ব্রিজের কাছে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশ প্রধান আদুল সিয়াংসিকাও বলেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

এছাড়া স্নাইপারদের গুলিতে আরও ১৪ পুলিশ কর্মকর্তা আহত হন। হতাহতদের তদারকিতে থাকা দ্য এরাওয়ান মেডিকেল সেন্টারের ওয়েব সাইটে বলা হয়, ২৯ ও ৫২ বছর বয়সী দুই বিক্ষোভকারী মারা গেছেন। ৫৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025