আইএনএসআই এর তথ্যমতে, ১৯৯৬ সালে আইএনএসআই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায় সেজন্য সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। গত বছর ৬৫ জন সংবাদকর্মী নিহত হওয়ায় সাংবাদিকতা ও গণমাধ্যম কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সিরিয়ার নাম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে স্থান পেয়েছে। সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে সিরিয়ার পর ইরাকের অবস্থান। যেখানে গত বছর নিহত হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক। ফিলিপাইনের অবস্থান তৃতীয়। দেশটিতে ২০১৩ সালে ১৪ জন সাংবাদিক নিহত হন।
গত বছর ১৩ জন সাংবাদিক নিহত হওয়ায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত চতুর্থে। ভারতের পরেই অবস্থান পাকিস্তানের। গত বছর দেশটিতে মারা গেছেন ৯ সাংবাদিক। এর আগে ২০১২ সালে গোটা বিশ্বে ১৫২ জন সাংবাদিক নিহত হয়েছিল বলে তথ্য প্রকাশ করে সংস্থাটি। ওই বছর সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষ পাঁচে ছিল সিরিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, মেক্সিকো ও পাকিস্তান।