শীর্ষবিন্দু নিউজ: সবার অংশগ্রহণে আরেকটি নির্বাচন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই দাবি করে তিনি বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে মতবিরোধ থাকতে পারে তবে কোন বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। আজ সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের মধ্যে কোন দ্বন্দ্ব আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু ও রেজউল আসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।