সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১

চুরির দায়ে ব্রিটেনে পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

চুরির দায়ে ব্রিটেনে পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

/ ১৩৭
প্রকাশ কাল: শনিবার, ৬ অক্টোবর, ২০১২

দোকান থেকে প্রায় ৩০ পাউন্ড মূল্যের প্রসাধনী সামগ্রী চুরির দায়ে ব্রিটেনের এক মহিলা পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত আগস্ট মাসে চুরির দায়ে গ্রেফতার হয়েছিলেন ৪৬ বছর বয়স্ক কর্মকর্তা রেসিল এ্যাডামস। ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা জানায়, বছর খানেক আগে ব্রিটেন পুলিশের ডেপুটি কমান্ডার পদ থেকে কমান্ডার পদে উন্নিত হন রেসিল অ্যাডামস। গত আগস্ট মাসে তিনি কসমেটিকস দোকান থেকে ব্রিটিশ মুদ্রায় ৩০ পাউন্ড মূল্যের প্রসাধনী সামগ্রী সবার অলক্ষ্যে নিজের বাসায় নিয়ে আসেন। একই দিন তার কিংস হিল স্টেটের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে চুরি প্রমাণিত হওয়ার পর তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
একই সঙ্গে ক্যান্ট ফোর্সের সদস্য পদ থেকে এবং ব্রিটেনের মেডওয়ে এরিয়া পুলিশ কমান্ডারের পদ থেকে তাকে অব্যহতি দেয়া হয়। ব্রিটেনের চেথাম ও জিলিংহাম শহরের মত কয়েকটি শহর নিয়ে পুলিশের মেডওয়ে এরিয়া গঠিত।
তবে অভিযুক্ত ও পরে জামিনে মুক্ত পুলিশ কমান্ডার এ্যাডাম চুরি বা এধরনের কোনো অন্যায়মূলক কাজ করেননি বলে দাবি করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023