রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৮

কেনিয়ায় বাংলাদেশী হাই কমিশনারের বাড়িতে ডাকাতি

কেনিয়ায় বাংলাদেশী হাই কমিশনারের বাড়িতে ডাকাতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার ওয়াহিদুর রহমানের নাইরোবির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার হয়ে সামান্য আহতও হন তিনি। গতকাল স্থানীয় পুলিশ এ তথ্য জানায়। রাজধানী নাইরোবিতে নিজ বাড়িতে ডাকাতির সময় হামলার শিকার হন ওয়াহিদুর রহমান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাইরোবির গোয়েন্দা নিকোলাস কামওয়েন্ডে বলেছেন, গতকাল রাতের হামলার ঘটনায় বাংলাদেশী ওই কূটনীতিকের বাড়ির দুই নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে তাদের কোন ধরনের সম্পৃক্ততা রয়েছে কিনা বা হামলার পূর্ববর্তী কোন ঘটনা তারা জানে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দুষ্কৃতকারীরা জোর করে ঢুকে বাড়ি থেকে নগদ টাকা-পয়সা ও বেশ কিছু ইলেক্ট্রনিকস সরঞ্জাম ডাকাতি করে নিয়ে গেছে বলে জানা গেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নিকোলাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025