শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫

মৌলভীবাজারে নিজ বাসভবনে সমাজকল্যাণ মন্ত্রীর সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে নিজ বাসভবনে সমাজকল্যাণ মন্ত্রীর সংবাদ সম্মেলন

শীর্ষবিন্দু নিউজ: মৌলভীবাজারে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুর ১২টার দিকে বেরীরপাড়ের বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদরের সীমান্তবর্তী কেশবচর গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেই। যুগান্তরে আমার যে ছবি প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।তিনি আরো বলেন, সেদিন আমি মঞ্চে বসে কোনো ধুমপান করিনি।

মন্ত্রী বলেন, আমি নবীগঞ্জ-মৌলভীবাজারের মিলন মোহনার মিনাজপুর, মিঠাপুর মৌজার এরাবরাক নদীতে সেতু নির্মাণ নিয়ে যে মামলার অনেক আসামি জেল খেটে মারা গেছেন সেজন্য তাদের কাছে মামলা দায়েরকারীদের ক্ষমা চাইতে বলেছি। নবীগঞ্জবাসীকে নিয়ে আমি কোনো কটূক্তি করিনি। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে নবীগঞ্জের এমপি, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024