শীর্ষবিন্দু নিউজ: উপজেলা নির্বাচনে অনিয়মের তথ্য চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
কাদের সিদ্দিকীর মনোনয়ন খারিজ প্রসঙ্গে কাজী রকিব উদ্দিন বলেন, ঋণখেলাপির ঘটনায় কাদের সিদ্দিকীসহ আরো তিনজনের করা আপিল আবেদন খারিজ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই, বহাল রাখা হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ করে সিইসি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন হয়েছে। আপনাদের কাছে কোনো অনিয়মের চিত্র থাকলে তা আমাদের দিন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।