পৃথিবীতে প্রতি মিনিটে কত কী-ই না ঘটছে! তা কেবল জানার একটাই উপায়। তা হলো ইন্টারনেট বিশ্ব।
গবেষণায় দেখা গেছে, মিনিটে ২০৪ মিলিয়ন ই-মেইল বার্তা পাঠানো হচ্ছে। প্রতি মিনিটে ফেসবুক পেজ দেখা হয় ৬০ লাখ আর ইউটিউবে ১৩ লাখ ভিডিও ক্লিপ ডাউনলোড করা হয়। ৪৭ হাজার অ্যাপ্লিকেশান ডাউনলোড তো হয়-ই আর প্রতি মিনিটে ২০ জন ইন্টারনেট ইউজার তার আইডেন্টিটি বা পাসওয়ার্ড হারান। কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের গবেষণায় প্রতি মিনিটে ঘটে যাওয়া এমন বহু তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণায় আরো জানা যায়, কম্পিউটার ও মোবাইল ফোনের মতো ইন্টারনেট ব্যবহারের ডিভাইসের সংখ্যা ২০১৫ সাল নাগাদ নারা দুনিয়ার জনসংখ্যার দ্বিগুণে পরিণত হবে। অনলাইন ভিত্তিক কেনা বেচার ওয়েবসাইট অ্যামাজন ডটকম এক মিনিটে ৮৩ হাজার ডলার মূল্যের পণ্য বিক্রি করে থাকে। যেখানে সারা দুনিয়ায় প্রতি মিনিটে ইন্টারনেটে ছবিই দেখা হয় ২০ মিলিয়ন। গান শোনা, ভিডিও দেখা, ছবি ডাউনলোড ও অনলাইনে গেমস খেলা টুইটার ফেসবুক স্ট্যাটাস দেয়া এসবের মধ্য দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ ইন্টারনেটকে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় তালিকায় স্থায়ীভাবে জায়গা করে দিয়েছেন।
সূত্র: খবর ডেইলি মেইল।
Leave a Reply