নির্বাচিত হিসেবে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। যতই চেষ্টা করুন, আর যত আন্দোলনই করুন, তত্ত্বাবধায়ক আর ফিরবে না দেশে। আর ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়ে এ কথাগুলো বলেন আওয়ামীলগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আগামী জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি আরো বলেন, খালেদা জিয়া হলেন খুনি ও রাজাকারদের নেত্রী। আর এই খুনি রাজাকারদের সাথে মিলে হরতাল দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতার সাথে বেঈমানি করেছেন। মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার দেশের সুনাগরিকরা হরতাল করবেন না। আপনারা সবাই গাড়ি চালাবেন। দোকান-পাট খোলা রাখবেন। আপনাদের নিরাপত্তার জন্য প্রশাসন কাজ করবে।
Leave a Reply