সৌদি আরবের নারীরা এখন থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল চালাতে পারবেন। তবে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে বাইক ব্যবহারের ক্ষেত্রে।নারীরা বাইককে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেবল সংরক্ষিত ও বিনোদনের স্থানগুলোতে তাঁরা এ সুবিধা পাবেন। তাঁরা কেবল বিনোদনের জন্য বাইক চালাবেন। তবে এ সময় তাঁদের সঙ্গে একজন পুরুষ আত্মীয় থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে তাঁদের আপাদমস্তক বোরখায় ঢাকা থাকতে হবে। হয়রানি এড়াতে পুরুষদের সমাগমস্থলে তাঁদের যাওয়া উচিত নয়।
প্রসঙ্গত, সৌদি আরবে ইসলামের কট্টরপন্থী ধারা অনুসরণ করা হয়। সেখানে নারীদের গাড়ির চালক হওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে। এ ছাড়া, প্রকাশ্যে নারীদের মোটরসাইকেল কিংবা বাইসাইকেল চালানোও নিষিদ্ধ। তবে কী কারণে বাইক চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
Leave a Reply