শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭

জিয়া ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ

জিয়া ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ

শীর্ষবিন্দু নিউজ: জিয়াউর রহমানকে ছাড়া যত ইতিহাসই লেখা হোক সেটা অসম্পূর্ণ থেকে যাবে বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি  অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ও নতুন তারা সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

সংগঠনের চেয়ারম্যান আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) মহাসচিব মতিয়ার রহমান ডিজেল প্রমুখ।

এ সময় বদরুদ্দোজা চৌধুরী বলেন,  জিয়াউর রহমান এমন একটি নাম। যা শত চেষ্টা করেও কেউ মুছতে পারবে না। কারণ শহীদ জিয়া বাংলার গণমানুষের নেতা । বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এসময় তিনি আরো দাবি করেন, একমাত্র অন্ধ ও বধির ছাড়া ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সবাই জিয়াউর রহমানকে যুদ্ধ করতে দেখেছেন। তিনি বলেন, যারা ইতিহাস বিকৃতি করে মহাকালের কাছেই তাদের বিচার হয়। তাই চিন্তা করার কারণ নেই, যারাই ইতিহাস বিকৃতি করবে মহাকালই তাদের বিচার করবে। বি. চৌধুরী বলেন, জিয়াউর রহমান জীবনে কোনোদিন দুর্নীতি করেননি। তার শত্রুও এ ধরনের অভিযোগ আনতে পারেনি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024