আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাওয়া-আসা যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে হিথ্রো। বিশেষ এ ক্ষেত্রে দুবাইয়ের সামনে এখন শুধু রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। এদিকে প্যারিসের চার্লস ডি গলে বিমানবন্দরকে পেছনে ফেলেছে দুবাই। এ বছরের শুরু থেকেই দুই ধাপ ওপরে ওঠে দুবাই বিমানবন্দর। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের এক জরিপে উঠে আসে এই তথ্য যা প্রতিবেদন রিপোর্টে প্রকাশ করা হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরসমূহের।
২০১৩ সালের প্রথম দুই মাসে দুবাই বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসা যাত্রীদের হার ১৩ শতাংশ বেড়েছে। ২০১২ সালে একই সময়ে যাত্রী সংখ্যা ছিল ৯৪ লাখ ১৩ হাজার ২৮৬ জন। সেখানে তা ১৩ শতাংশ বেড়ে ১ কোটি ৬৪ লাখ ১২০ জনে দাঁড়িয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ২০১৫ সালের মধ্যে হিথ্রো বিমানবন্দরের চেয়েও ব্যস্থ হয়ে উঠবে বলে ধারনা বিমান বন্দর কতৃপক্ষের।
Leave a Reply