ভারতের আয়কর বিভাগের আবেদন অনুযায়ী নকিয়াকে ২ হাজার কোটি রুপি কর পরিশোধের আদেশ দিয়েছেন দিল্লির উচ্চ আদালত। গত ২২ মার্চ আয়কর বিভাগ নকিয়াকে এক সপ্তাহের মধ্যে ২ হাজার কোটি রুপি পরিশোধের আদেশ দেয়। নকিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে এ আবেদন করে আয়কর বিভাগ। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করার পরিপ্রেক্ষিতে ওই অর্থ পরিশোধের আগে হাতে ভালোই সময় পাচ্ছে ফিনল্যান্ডভিত্তিক সেলফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
আয়কর বিভাগের নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন নকিয়া। তারা জানান, নকিয়া সব রীতিনীতি মেনেই ব্যবসা পরিচালনা করে। তারা কোনো ধরনের কর ফাঁকি দেয়নি। প্রতিষ্ঠানটি ভারতের স্থানীয় আইন এবং ভারত ও ফিনল্যান্ডের দ্বিপক্ষীয় বাণিজ্যনীতি মেনেই ব্যবসা করে। আয়কর বিভাগের এ আদেশের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাবে।
নকিয়ার পক্ষ থেকে জানানো হয়, ২২ মার্চ দিল্লির উচ্চ আদালতে আপিল করেছে তারা। আদালত নকিয়াকে অন্তর্বর্তীকালীন সময় দেন। এবং আপিলের পরিপ্রেক্ষিতে আয়কর বিভাগকেও পাওনা পুনর্মূল্যায়নের আদেশ দেন। উল্লেখ্য, ১৮ বছর আগে ভারতে ব্যবসা শুরু করে নকিয়া। চেন্নাইতে কারখানা স্থাপনে ব্যয় হয়েছে ৩৩ কোটি ডলারেরও বেশি। ভারতের বর্তমান বাজারে সেরা ব্র্যান্ডের মধ্যে নকিয়া অন্যতম। ভারতের অর্থনীতিতে দারুণ অবদান রাখছে বিদেশি এই প্রতিষ্ঠানটি।
Leave a Reply